করোনা কর্ণার

২৮ দিনের মধ্যে যুক্তরাজ্যে সর্বনিম্ন মৃত্যু

মহামারি করোনাভাইরাসের নতুন হটস্পট যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজারের ঘর। তবে আশার আলো হয়ে দেখা দিয়েছে সোমবার দিনটি।

এদিন দেশটিতে মারা গেছে ৩৬০ জন। যা ২৮ দিনের মধ্যে সর্বনিম্ন। সবশেষ ৩০ মার্চ মারা গিয়েছিল ১৮০ জন। এরপর থেকে মৃত্যুর মিছিল লম্বা হয়েছে প্রতিদিন। ২৮ দিনের মাথায় এসে কমলো সেই সংখ্যাটা। যা আগের দিনের চেয়ে ১.৭ শতাংশ কম।

৩৬০ জনের মধ্যে ইংল্যান্ডেই মারা গেছে ৩২৯ জন। স্কটল্যান্ডে ১৩ জন। ওয়েলসে প্রাণ হারিয়েছে ৮ জন। আর নর্দান আয়ারল্যান্ডে ১০ জন।

মোট মৃতের সংখ্যা ইংল্যান্ডে ১৮ হাজার ৭৪৯, স্কটল্যান্ডে ১ হাজার ২৬২ জন, ওয়েলসে ৭৯৬, নর্দার্ন আয়ারল্যান্ডে ৩০৯ জন। যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৯২ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি