করোনা কর্ণার

ভ্যাকসিনের আগেই প্রাকৃতিকভাবে পুড়ে যাবে করোনা ভাইরাস: বিশেষজ্ঞ

করোনা ভাইরাসে এখন পুরো বিশ্ব বিপর্যস্ত। ভ্যাকসিনের জন্য জোড় চেষ্টা চলছে বিশ্বজুড়ে। এই যখন অবস্থা তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন বিশেষজ্ঞ বলেছেন, ভ্যাকসিন তৈরির আগেই ভাইরাসটি প্রাকৃতিকভাবে ধ্বংস হয়ে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার প্রোগ্রামের প্রাক্তন পরিচালক প্রফেসর কারল সিকোরা টুইটারে লিখেন, ‘এখানে সত্যিকারের একটি সম্ভাবনা রয়েছে। ভ্যাকসিন তৈরির আগে ভাইরাসটি প্রাকৃতিকভাবে পুড়ে ধ্বংস হয়ে যাবে।’

‘আমরা সর্বত্র প্রায় একই ধরণের প্যাটার্ন দেখছি। আমার মনে হয়, আমাদের অনুমানের চেয়ে বেশি রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে।’

তিনি আরো লিখেন, ‘ভাইরাসটি ছড়ানো যেনো ধীরগতিতে থাকে তা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। ফলে এটি নিজেই একসময় আর ছড়াতে পারবে না।’

এই ক্যান্সার বিশেষজ্ঞ বর্তমানে রাদারফোর্ড হেলথের চিফ মেডিকেল অফিসার। অনেকেই তার দাবিটি নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন, ‘আমার মতে এটি একটি সম্ভাব্য পরিস্থিতি। কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না, আসলে কী হবে? এটি আমার মতামত।’

করোনা ভাইরাস সংক্রমণ রোধে তিনি বলেন, ‘আমাদের এখন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আশা করি এতে পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে।’

পরে এই বিশেষজ্ঞ বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন পাওয়ার অত্যন্ত আশাবাদী একটি সময়সূচি ছিল।’

প্রফেসর সিকোরা বলেছেন, ‘অক্সফোর্ডের গবেষক দল অধ্যাপক সারা গিলবার্টের নেতৃত্বে দিন-রাত কাজ করে যাচ্ছেন। যদি তারা সফল হন তাহলে শরত্কালের মধ্যে ৩০ মিলিয়ন ভ্যাকসিন তৈরি করবে। এটি একটি উল্লেখযোগ্য কীর্তি হবে।’


এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি