করোনা কর্ণার

করোনাভাইরাস: সংক্রমণের নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ডাক্তার ডেবোরাহ ব্রিক্স।


তিনি বলেন, সংক্রমণ যখন শুরু হয় তখনকার তুলনায় সারা দেশে এখন মহামারীর ছড়িয়েছে অস্বাভাবিকরকম বেশি মাত্রায়। 

তিনি আরও বলেন, বড় শহরের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গ্রামাঞ্চলের মানুষরা করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো গড়ে তুলতে পারেনি তাই মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা তাদের জন্য খুবই জরুরি। 

শহর থেকে গ্রামাঞ্চলেও ভাইরাস ছড়িয়ে পড়ায় সংক্রমণ নতুন মাত্রা নিতে পারে বলে মনে করছেন ব্রিক্স।

হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমি সারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি পুরো আমেরিকা ভ্রমণ করছে। আপনি যখন কোথাও ভ্রমণে যাচ্ছেন আপনি ধরেই নিতে পারেন আপনিও আক্রান্ত হয়েছেন। 

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে এবং মৃত্যুর সংখ্যাও এদেশে সবচেয়ে বেশি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ৪৬ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ১,৫৪,৮৩৪ জন।   





এলএ বাংলা টাইমস/এমকে