করোনা কর্ণার

ভাইরাস তুলনামূলকভাবে কম ছড়িয়েছে: ট্রাম্প

করোনাভাইরাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে বারবার আলোচনায় এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আবারও তিনি এমন কিছু মন্তব্য করলেন। 


বুধবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে ভাইরাস তুলনামূলকভাবে কম ছড়িয়েছে। 

তিনি আরও বলেন, “এটা (ভাইরাস) চলে যাবে। সব কিছুর মতো এটাও বিদায় নেবে।”

বক্তব্যে যুক্তরাষ্ট্রের স্কুলগুলো খুলে দেওয়ার পক্ষে আবারও জোর দিয়ে তিনি বলেন, বাচ্চারা রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, তবে শিক্ষকদের কথা আলাদা। 

বয়স্ক শিক্ষকদের কর্মস্থলে না আসার পরামর্শ দেন তিনি।

চীনকে দোষারোপ করে প্রেসিডেন্ট বলেন, চীন আমাদেরকে যা পাঠিয়েছে তা ভয়াবহ।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণে বহুদিন ধরে বিশ্বে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪,৯৬২,৭৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১৬১,৪০২ জনের। 

ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেক্টাস ডিজিজের প্রধান ডাক্তার আন্থনি ফাউচি বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, সব দেশই মহামারীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য সবার চেয়ে বেশি। 







এলএ বাংলা টাইমস/এমকে