করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সোমবার ষাট লাখ ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যে এই সংখ্যা জানানো হয়।


এছাড়া দেশটিতে করোনাভাইরাসে মৃত্যের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু, দুই দিক থেকেই বিশ্বে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। 
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় ৪টি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আইওয়াতে ৭৮৫, নর্থ ডাকোটায় ৩৭৫, সাউথ ডাকোটায় ৪২৫ এবং মিনেসোটায় প্রায় ১০০০টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তবে, এসব এলাকায় নতুন সংক্রমণ দেখা দিলেও, সার্বিকভাবে দেশজুড়ে মৃত্যু, হাসপাতালে রোগী-ভর্তি এবং নুতন রোগীর সংখ্যা কমতে দেখা যায়। 

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই কোটিরও বেশি এবং মৃত্যু হয়েছে প্রায় সাড়ে আট লাখ।ইউরোপে স্কুলে ফেরার জন্য শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন ও শারীরিক উপস্থিতি দুই ধরণের ক্লাসই চলছে। তবে স্কুল খুলে দেয়ার ব্যাপারে অঙ্গরাজ্যগুলো এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। 

এদিকে করোনাভাইরাসের ভ্যাকসিনের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের অনুমোদনের ব্যাপারে যথেষ্ট সতর্কতার সাথে ও চিন্তাভাবনার পরে সিদ্ধান্ত নেয়া উচিত।  




  এলএ বাংলা টাইমস/এমকে