করোনা কর্ণার

'শারীরিক সম্পর্কের সময় মাস্ক পড়ুন, চুম্বন এড়িয়ে চলুন'

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় মাস্ক পড়তে ও চুম্বন এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছেন কানাডার শীর্ষ হেলথ অফিসার।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার ড. থেরেসা টাম করোনার সংক্রমণ রোধে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় এইসব স্বাস্থ্যনীতি অবলম্বন করতে বলেন। 

তিনি বিবৃতিতে বলেন, যদিও শারীরিক সম্পর্ক করা সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবু কিছু নিরাপত্তা মেনে চলা জরুরি। সেক্ষেত্রে একান্ত মানুষ ছাড়া অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা করোনার ঝুঁকি বাড়িয়ে দেয়৷ পাশাপাশি শারীরিক সম্পর্ক স্থাপনের সময় মাস্ক পড়া ও চুম্বন এড়িয়ে যাওয়াই ভালো। 

ড. থেরেসা টাম আরো বলেন, সিমেন কিংবা ভ্যাজাইনাল ফ্লুইডের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর স্বপক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে করোনার লক্ষণ না থাকলেও নতুন কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন এড়িয়ে চলা উচিত। 

তাছাড়া সঙ্গীদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে শারীরিক সম্পর্ক সম্পূর্ণ এড়িয়ে চলতে পরামর্শ দেন তিনি। পাশাপাশি মদ পান সীমিত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, মদ ও এলকোহল এড়িয়ে চললে ব্যাপারগুলো এড়িয়ে যাওয়া আরো সহজ হবে। 

 এলএবাংলাটাইমস/ওএম