করোনা কর্ণার

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ৪৫ হাজার শিক্ষার্থী ও স্টাফ

যুক্তরাষ্ট্রে কিছুদিন আগে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। প্রায় ৫০টি রাজ্যে চলছে ফল সেমিস্টার। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। 


সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের কলেজ ও ইউনিভার্সিটিতে কমপক্ষে ৪৫ হাজার শিক্ষার্থী ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা কয়েকদিন পর পর প্রকাশ করে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক সিটি মেয়র বিল দে বাজিও জানান, নিউ ইয়র্কের প্রায় ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টাফদের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে। 

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে আজ। গত ২৪ ঘন্টার বিশ্বে নতুন করে ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় ৫ হাজার বাসিন্দা। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। এরমধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ১ হাজার জন। 

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৫ লাখ ২৬ হাজার ১৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৯৫৫ জন। 


এলএবাংলাটাইমস/ওএম