করোনা কর্ণার

মধ্যপশ্চিমাঞ্চলে ভয়াবহ করোনা পরিস্থিতি: রেকর্ড সংখ্যক আক্রান্ত

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে ভয়াবহ আকারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। উইসকনসিনসহ বেশকিছু রাজ্যে রেকর্ড সংখ্যক বাসিন্দা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতের শুরুতে পুরো দেশের জন্যই এটি একটি অশনি বার্তা।  
মধ্যপশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ২২ হাজার নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এই অঞ্চলগুলোতে এটিই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের সংখ্যা। এর আগে অক্টোবরের ৯ তারিখ সর্বোচ্চ ২০ হাজার আক্রান্তের রেকর্ড হয়েছিলো।  
এছাড়াও টানা দশদিন ধরে ওই অঞ্চলের হাসপাতালগুলোতে অব্যাহতভাবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। উইসকনসিনের হাসপাতালগুলোর ৮২ শতাংশ ইনসেনটিভ কেয়ার করোনা আক্রান্ত রোগী দ্বারা পূর্ণ হয়ে গেছে। এছাড়াও সাধারণ কেবিনগুলোও করোনা রোগী দ্বারা পূর্ণ। হাসপাতালগুলোতে রিসোর্স সংকটও দেখা দিয়েছে।  
উইসকনসিন কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার কমপক্ষে ১০০০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। গত সাতদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ।  
এছাড়াও সাউথ ডাকোটা ও নর্থ ডাকোটায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ এর থেকেও এই আক্রান্তের হার আরো বেশি।     এলএবাংলাটাইমস /ওএম