করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৮০ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ অতিক্রম করেছে। গত এক মাসে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। শীত বাড়ার সঙ্গে এই পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।       দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সূত্র জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে মহামারি ব্যাপক হারে বাড়ছে। শেষ ১ লাখ বাসিন্দা আক্রান্ত হয়েছে এক মাসেরও কম সময়ে।      
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রজুড়ে ৬০ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়। আগস্টের পর এটিই রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যা।      
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিশেষজ্ঞরা আগেই সতর্ক করে জানিয়েছিলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাবে৷ কিন্তু ঠিক কী কারণে সংক্রমণ বাড়বে, সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি বিশেষজ্ঞরা। তবে ক্রমাগত স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং বিভিন্নস্থানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন তারা।      
পরিসংখ্যানে দেখা গেছে, অক্টোবর মাসে কমপক্ষে ২৫টি রাজ্যে সংক্রমণের হার পূর্বের রেকর্ড ভেঙেছে। উইসকনসিন, ডাকোটা ও নিউ হ্যাম্পশায়ারে আক্রান্তের সংখ্যা গত এক মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। উইসকনসিনের হাসপাতালগুলো ইতোমধ্যে রোগীতে পূর্ণ হয়ে গেছে। খোলা মাঠে তাবু গেঁড়ে আক্রান্তদের চিকিৎসা চলছে।      
তবে, এখনো করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ক্যালিফোর্নিয়ার দখলেই। এরপরই টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, জর্জিয়ার অবস্থান। এই পাঁচটি রাজ্যে মোট টেস্টের ৪০ শতাংশ বাসিন্দারই করোনাভাইরাস পজেটিভ দেখা দিয়েছে।    
এলএবাংলাটাইমস/ওএম