করোনা কর্ণার

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র: পরিস্থিতির উন্নতি কেবল দুটি রাজ্যে

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি সপ্তাহেই জুলাই এর পর সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। এখনো প্রতিদিন দেশজুড়ে প্রায় ৫৫ হাজার বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, গত সেপ্টেম্বর মাসের থেকে এটি ৬০ শতাংশ বেশি।     যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দুই মাস করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এছাড়াও করোনা মোকাবেলায় অধিকাংশ রাজ্যই ভুল পথে হাঁটছেন বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷  
জন হপকিন্স ইউনভার্সিটি সূত্র জানায়, গত সপ্তাহের থেকে করোনার সংক্রমণ ১০ শতাংশ নিয়ন্ত্রনে এনেছে মিসৌরি ও ভেরমোন্ট। এই দুইটি রাজ্যে পরিস্থিতির উন্নতি ছাড়া আর কোনো রাজ্যেই পরিস্থিতি ভালো হয়নি।  
মোট সাতাশটি রাজ্যে করোনাভাইরাস সংক্রমণের হার গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। বিশেষ করে মধ্যপশ্চিমাঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। কিছু কিছু অঞ্চলে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা গত সপ্তাহের দ্বিগুণ হয়েছে।     ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ এর ডিরেক্টর ফ্রান্সিস কোলিন্স বলেন, হাসপাতালে করোনা রোগী বাড়লে মৃত্যুর সংখ্যাও বাড়বে। তবে এখনো মৃত্যুর সংখ্যা মধ্য জুলাই এর থেকে কিছুটা কম রয়েছে।  
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে আসন্ন শীতে করোনা পরিস্থিতি সামাল দিতে নতুন আইন জারির চিন্তা করছে গভর্নর অফিস৷ বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যবিধি মানতে জরিমানার বিধান রাখা হচ্ছে৷     প্রসঙ্গত, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮০ লাখের বেশি বাসিন্দা। এখন পর্যন্ত ভাইরাসটির সংক্রমণে মারা গেছে ২ লাখ ১৯ হাজার ২৯০ জন বাসিন্দা৷     এলএবাংলাটাইমস /ওএম