করোনা কর্ণার

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, তবে কম সংক্রমিত ক্যালিফোর্নিয়া

নতুন করে যুক্তরাষ্ট্রে ছড়ি ঘুরাচ্ছে করোনাভাইরাস৷ প্রতিদিন গড়ে দেশটির ৫০ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হচ্ছে। বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। তবে করোনার শুরু থেকেই বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা।     স্টেটস ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, ক্যালিফোর্নিয়াসহ অন্তত পাঁচটি রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে।  
স্টেটস ডিপার্টমেন্টের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮৬২ জন। এক সপ্তাহ আগেও ক্যালিফোর্নিয়ায় গড় আক্রান্তের সংখ্যা ছিলো ৩০৩৯ জন। রবিবার আক্রান্তের সংখ্যা সেই হিসেবে ৭ শতাংশ কমেছে।  
এছাড়াও হাওয়াই, মাইন, দিলওয়ারে ও উইসকনসিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের থেকে কমেছে।  
তবে ৩০টি রাজ্যে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে। বিশেষ করে নিউ ম্যাক্সিকোতে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ শতাংশ। এছাড়াও ইলিনোসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬ শতাংশ, নিউ হ্যাম্পশায়ারে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৯ শতাংশ। মধ্যপশ্চিমাঞ্চলের বেশকিছু রাজ্যে গড়ে করোনার সংক্রমণ বেড়েছে ৫০ শতাংশ।  
এদিকে, চলতি সপ্তাহের শুক্রবার দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের রেকর্ড হয়েছে। প্রায় ৭০০০ বাসিন্দা একদিনে সংক্রমিত হয়েছে, জুলাই এর পর এতো সংক্রমণ দেখা যায়নি।     এলএবাংলাটাইমস /ওএম