করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে করোনা বিপর্যয়: ৩ রাজ্যে সীমিত হলো ভ্রমণ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে আবারো। বিশেষ করে মধ্যপশ্চিমাঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বেশকিছু রাজ্যে নতুন করে সংক্রমণের রেকর্ড হয়েছে। এই বিপর্যস্ত পরিস্থিতিতে নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেক্টিকাট কর্তৃপক্ষ বাসিন্দাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাছাড়া ক্যালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ড পার্ক খোলার কথা থাকলেও আবার সেটি বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। মধ্যজুনে করোনাভাইরাসের সংক্রমণ কমে গেলে বেশিরভাগ রাজ্যেই স্বাস্থ্যবিধি শিথিল করে দেওয়া হয়। তাছাড়া বাসিন্দারাও আগের মতোই ভ্রমণ করতে শুরু করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানান, শীতে করোনাভাইরাস পরিস্থিতি আবারো খারাপ হতে পারে। এই সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নিয়ে নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেক্টিকারের ডেমোক্রেটিক গভর্নররা নতুনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে একমত হয়েছেন। নতুন স্বাস্থুবিধির অঙ্গীকারনামা অনুসারে রাজ্য তিনটি জানান, 'প্রয়োজন ব্যাতীত যেকোনো ধরণের ভ্রমণ এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহবান জানানো হচ্ছে। সেইসাথে অন্যান্য রাজ্য থেকে বাসিন্দাদের ভ্রমণ না করতেও অনুরোধ জানানো হচ্ছে। তবে দুইটি রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য কোনো রাজ্য থেকে কোনো বাসিন্দা ভ্রমণ করতে আসলেও তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। নিউইয়র্ক করোনাভাইরাসে বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যে অন্যতম হওয়ায় এই রাজ্যে ভ্রমণ করতে হলে ১৪ দিনের আবশ্যক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, করোনায় ক্যালিফোর্নিতে মৃতের সংখ্যা কমলেও এখনই সবকিছু স্বাভাবিক হচ্ছে না৷ প্রায় ৫৮টি কাউন্টির পরিস্থিতি পর্যালোচনা করে তবেই স্বাস্থ্যবিধি ও লকডাইন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হেয়ার সেলুন ও ট্যাটু সেন্টারের ইনডোর কার্যক্রম খুলে দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠানই বন্ধ রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত থিম পার্ক ডিজনিল্যান্ড খোলার কথা থাকলেও সিদ্ধান্ত বদল করে জানানো হয়, পার্ক খোলার মতো স্থিতিশীল অবস্থায় নেই ক্যালিফোর্নিয়া।
এলএবাংলাটাইমস /ওএম