করোনা কর্ণার

দুই মাস পর আবারো যুক্তরাষ্ট্রে মৃত্যুর রেকর্ড

আগস্টের পর আবারো যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দেশজুড়ে ১২৩৭ জন করোনায় মারা গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিজিজ এন্ড প্রিভেনশন সেন্টার সূত্র জানিয়েছে, গত পাঁচ সপ্তাহ ধরে সংক্রমণের হার বাড়ছে। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যা। এর আগে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিলো গড়ে ৭০০ জন। কিন্তু বুধবার হুট করেই সেই সংখ্যার রেকর্ড হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীত বাড়ার সাথেসাথে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। ধীরে ধীরে মৃতের সংখ্যাও বাড়বে। এদিকে, করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় বেশকিছু রাজ্যে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য উইসকিনসনে মৃতের সংখ্যা বাড়ছেই। ফলে সেখানকার মেয়র টনি এভারস বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ দিয়েছেন। এদিকে টানা তৃতীয়দিনের মতো যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার অতিক্রম করেছে৷ বিভিন্ন রাজ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির সূত্র অনুসারে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮০ লাখের উপর বাসিন্দা, মারা গেছেন দুইলাখের উপর।
এলএবাংলাটাইমস /ওএম