করোনা কর্ণার

শীঘ্রই দৈনিক ১ লাখ বাসিন্দা আক্রান্ত হবে করোনায়

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। শীতের শুরুতে দেশটিতে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত সাতদিনে ৭৪ হাজার বাসিন্দা গড়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সামনে আরো ভয়াবহ সময় অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের জন্য। দেশটির ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশনের সাবেক কমিশনার ড. স্কট গটিলেব জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে দৈনিক এক লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হবেন। ড. স্কট গটিলেব জানান, চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা আগের থেকেও বাড়বে। আগামী সপ্তাহের যে কোনোদিন দৈনিক ১ লাখ বাসিন্দা আক্রান্ত হতে পারে। শুক্রবার ও শনিবার টেক্সাস ও ফ্লোরিডার আক্রান্তের সংখ্যা দেখেই বিবেচনা করা যাবে কোনদিকে যাবে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। দেশজুড়ে করোনাভাইরাসের নাজুক পরিস্থিতির কারণে বাসিন্দাদের স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা উল্লেখ করে তিনি বলেন, যতোক্ষন পর্যন্ত করোনা বিষয়ে বাসিন্দাদের সচেতনতা বাড়বে না, ততোক্ষন আক্রান্তের সংখ্যাও বাড়বে৷ সঠিক স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা পরিস্থিতি আরো খারাপ হবে। এদিকে, বেশকিছু রাজ্যে করোনা পরিস্থিতি আরো খারাপ হয়েছে৷ উইসকনসিনের মেয়র জানিয়েছেন, সেখানে করোনা পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে। সেখানে গত সাতদিনে আক্রান্তের হার চার গুণ বেড়েছে৷ মোট টেস্টের ২৭ শতাংশের ফলাফলই করোনা পজেটিভ এসেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেন, ২০২২ সালের আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে নাও পারে। এলএবাংলাটাইমস /ওএম