করোনা কর্ণার

ট্রাম্প জয়ী হলে ফাউসিকে বরখাস্তের হুমকি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তাঁর নির্বাচনী সমাবেশে বলেন, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসিকে বরখাস্ত করতে পারেন। সমাবেশে ট্রাম্প বলেন, 'ড. এন্থনী একজন চমৎকার মানুষ। কিন্তু তিনি অনেক ভুল করছেন'। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, করোনা মহামারি রূপ নেওয়ার আগে ড. এন্থনী ফাউসি মাস্ক ব্যবহারের গুরুত্ব বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। ট্রাম্প প্রশাসন ঠিকই মাস্ক ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেয়। এদিকে ফ্লোরিডার সমাবেশে বেশিরভাগ সমর্থকই মাস্ক ব্যবহার করেনি। উপরন্তু সমাবেশে সমর্থকদের কাছে করোনাভাইরাস বিষয়ে গণমাধ্যম ও ড. এন্থনী ফাউসির ভূমিকার সমালোচনা করছিলো। এ সময় সমর্থকরা ফাউসিকে বরখাস্তের দাবি জানালে ট্রাম্প সমর্থকদের সাথে সম্মতি দেন। ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, কাউকে বলবেন না। জয়ী হওয়ার পর তাঁকে বরখাস্ত করার পরামর্শটা খুব ভালো দিয়েছেন আপনারা। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, করোনা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের থেকে ড. এন্থনী ফাউসির নির্দেশনা বেশি বিশ্বাস করেন নাগরিকেরা। এলএবাংলাটাইমস /ওএম