করোনা কর্ণার

ক্যালিফোর্নিয়ার ৪১ কাউন্টিতে কারফিউ!

ক্যালিফোর্নিয়ার ঝূঁকিপূর্ণ কাউন্টিগুলোতে কারফিউ জারির ঘোষণা দিয়েছেন গভর্নর গভিন নিউসাম। সম্প্রতি সংক্রমণ বেড়ে যাওয়ায় 'পার্পেল টিয়ার' বা ঝূঁকিপূর্ণ ৪১টি কাউন্টিতে এই কারফিউ জারি করা হয়। শনিবার (২১ নভেম্বর) থেকে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত এই কারফিউ অর্থ্যাৎ 'লিমিটেড স্টে এট হোম' জারি করা হয়েছে। এর মানে সকল প্রকার অগুরুত্বপূর্ণ কাজ, ভ্রমণ ও জনসমাগম বন্ধ থাকবে। কারফিউ চলবে আগামী ৩১ ডিসেম্বর সকাল ৫টা পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার মোট ৫৮টি কাউন্টির মধ্যে ৪১টিতে এই কারফিউ কার্যকরী হবে। ক্যালিফোর্নিয়ার মোট জনসংখ্যার ৯৪ শতাংশই কারফিউ এ অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া হেলথ এন্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি জানান, ঝূঁকিপূর্ণ রাজ্যগুলোতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময়ে কারফিউ জারি করা হয়েছে। আসন্ন থ্যাংকসগিভিং হলিডের সময় সংক্রমণ এড়াতে এই নতুন নীতিমালা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ক্যালিফোর্নিয়ার ১১ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে আরো ১০৬ জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৬ জনে। এলএবাংলাটাইমস /ওএম