করোনা কর্ণার

প্রচারে নেমে করোনায় আক্রান্ত জর্জিয়ার সিনেটর

করোনায় আক্রান্ত হয়েছেন অঙ্গরাজ্য জর্জিয়ার রিপাবলিকান সিনেটর কেলি লোয়েফলার। তাঁর প্রচার শিবির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে। প্রচার শিবিরের মুখপাত্র স্টিফেন ল'সোন জানায়, সিনেটর কেলি লোয়েফলার শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার পরীক্ষার পর পজেটিভ আসে তাঁর। জানা যায়, শুক্রবার নির্বাচনী প্রচারে মাস্ক ছাড়া ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সিনেটর ডেভিড পারডিউ এর সাথে ছিলেন। জানুয়ারিতে জর্জিয়ার রানঅফ নির্বাচনের প্রচারণায় ছাদ খোলা একটি বাসে এয়ারপোর্ট থেকে প্রচারণা শুরু করেন। সিনেটর কেলি লোয়েফলার মুখপাত্র আরো জানান, শুক্রবার সকালে নিয়মিত করোনা টেস্টে ফলাফল নেগেটিভ এসেছিলো সিনেটরের। এজন্যই তিনি প্রচারে যোগ দেন৷ পরে শনিবার সকালে র‍্যাপিড টেস্টে পজেটিভ আসে তাঁর। করোনায় আক্রান্ত হলেও কোনো ধরণের উপসর্গ নেই বলে জানিয়েছেন কেলি লোয়েফলার মুখপাত্র। আগামী কয়েকদিন করোনা স্বাস্থ্যবিধি মেনে তিনি আইসোলেশনে থাকবেন। এলএবাংলাটাইমস /ওএম