করোনা কর্ণার

নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমণ: ৭০ শিক্ষার্থী বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমণ করায় যুক্তরাষ্ট্রের কলুম্বিয়া ইউনিভার্সিটির ৭০ শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। কলুম্বিয়া ইউনিভার্সিটির মুখপাত্র ক্রিস্টোফার ক্যাশম্যান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউইয়র্ক সিটি স্কুলের কোভিড-১৯ বিষয়ক ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করায় ওই শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। ক্রিস্টোফার ক্যাশম্যান জানান, বহিষ্কৃতদের সবাই মাস্টার্স এর শিক্ষার্থী। তারা নিষেধাজ্ঞা অমান্য করে টার্কস ও কাইকাস দ্বীপপুঞ্জে ভ্রমণ করে এসেছে৷ নিউইয়র্ক সিটি স্কুল কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুযায়ী নতুন নোটিশ দেওয়া ছাড়া কেউ ভ্রমণ করতে পারবে না৷ কিন্তু ওই শিক্ষার্থীরা গ্রুপ ইভেন্ট আয়োজন করে ভ্রমণে যায়৷ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসতে পারবেনা। তবে ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হতে পারবে বহিষ্কৃত শিক্ষার্থীরা৷ প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে নভেম্বর পর্যন্ত ২০ লাখ ৭০ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার সারা দেশে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৫ হাজার বাসিন্দা। এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় মারা গেছে ২ লাখ ৫০ হাজার মার্কিনী। এলএবাংলাটাইমস /ওএম