করোনা কর্ণার

ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল হতে পারে

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আগত বিদেশী বাসিন্দাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলো কর্তৃপক্ষ। তবে হোয়াইট হাউজে এই নিষেধাজ্ঞা বাতিল করতে আলোচনা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে জোর আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ভ্রমণে আসতে চাওয়ার দুই সপ্তাহ আগে কোনো বিদেশী নাগরিক যদি ইউরোপে ভ্রমণ করে থাকে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভ্রমণে আসা যাবে না- এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। গত কয়েক সপ্তাহ ধরেই এই নিষেধাজ্ঞাটি বাতিল করার বিষয়ে আলোচনা চলছে হোয়াইট হাউজে। হোয়াইট হাউজের ওই কর্মকর্তা আরো জানান, ইউএস সেন্টারস অব ডিজিজ এন্ড প্রিভেনশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে৷ তবে প্রতিষ্ঠানটির আপত্তি টিকবে না বলেই জানান কর্মকর্তা। গত মার্চে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা জারি করেছিলো ট্রাম্প প্রশাসন। এরপর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা জারি করে। এদিকে, ইউরোপের দেশগুলোতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রেও করোনার সংক্রমণের রেকর্ড হয়েছে৷ এমতাবস্থায় এই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এলএবাংলাটাইমস/ওএম