করোনা কর্ণার

নেভাদায় প্রতি মিনিটে আক্রান্ত হচ্ছে একজন

নেভাদায় আশংকাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। সেখানে প্রতি ২ ঘণ্টায় একজন বাসিন্দা করোনায় মারা যাচ্ছে। আর প্রতি মিনিটে নতুন করে আক্রান্ত হচ্ছে ১ জন। বুধবার (২৫ নভেম্বর) নেভাদা ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এই তথ্য প্রকাশ করেন। নেভাদা ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস আরো জানায়, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত নেভাদায় মোট আক্রান্তের চার ভাগের এক ভাগই হয়েছে নভেম্বর মাসে৷ এর মধ্যে গত ৭ দিনেই আক্রান্ত হয়েছে ১০ শতাংশ। নেভাদায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যারও রেকর্ড হয়েছে। গত সাতদিনে আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৫০ শতাংশের বেশি। ওয়াশো কাউন্টি, ক্লার্ক কাউন্টি ও লাস ভেগাস কাউন্টিতে আশংকাজনভাবে আক্রান্তের হার বাড়ছে৷ ওয়াশো কাউন্টিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭২৬ জন। এরমধ্যে প্রায় অর্ধেক আক্রান্ত হয়েছে গত দুই মাসে। ক্লার্ক কাউন্টিতে আক্রান্তের হার বেড়েছে দুইশো গুণের বেশি। বর্তমানে আক্রান্তের হার ২১৪ শতাংশে পৌঁছেছে৷ এখন পর্যন্ত ক্লার্ক কাউন্টিতে মারা গেছে ২ হাজার ৭১ জন বাসিন্দা৷ এলএবাংলাটাইমস/ওএম