করোনা কর্ণার

'শীঘ্রই দৈনিক মৃতের সংখ্যা দ্বিগুণ হবে'

যুক্তরাষ্ট্রে দৈনিক মৃতের সংখ্যা খুব শীঘ্রই দ্বিগুণ হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ আরো বাড়বে। এদিকে, করোনার এই বিপর্যস্ত অবস্থাকে আরো উস্কে দিতে পারে থ্যাংকসগিভিং হলিডে৷ বাসিন্দারা যদি গতানুগতিকভাবে থ্যাংকসগিভিং পালন করে, তবে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের ৩ তারিখের পর প্রতিদিন যুক্তরাষ্ট্রে গড়ে ১ লাখের বেশি বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গত ১৪ দিনে প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে৷ গত দুইদিনে মারা গেছে ২ হাজার ১০০ জন বাসিন্দা। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর
ড. জনাথন রেইনার বলেন, মৃতের সংখ্যা খুব শীঘ্রই দ্বিগুণ হতে পারে ৷ এর স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, 'আজকে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তারা
আরো ১৪ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলো। পাঁচ থেকে ছয়দিন পরে তাদের দেহে আরো উপসর্গ দেখা দিবে। ফলে মৃতের সংখ্যা দ্বিগুণ হলেও অবাক হওয়ার কিছু নেই'। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে। প্রতিদিন কমপক্ষে ৪ হাজার বাসিন্দা করোনাভাইরাসে মারা যাবে। এদিকে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে
২ লাখ ৬২ হাজার ১০০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে।
আগামী তিন থেকে চার সপ্তাহে আরো ৬০ হাজার বাসিন্দার মৃত্যু হতে পারে। এলএবাংলাটাইমস/ওএম