করোনা কর্ণার

টিকা বিতরণে প্রস্তুত যুক্তরাষ্ট্র

জরুরি ভিত্তিতে দেশের সবখানে টিকা বিতরণের প্রস্তুতি নেওয়া আছে বলে জানিয়েছে 'দ্য ইউএস ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট'। মঙ্গলবার (১ ডিসেম্বর) ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, করোনার টিকা বিতরণ ও সংরক্ষণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনার টিকা প্রত্যন্ত অঞ্চলে পরিবহন ও বিতরণের জন্য প্রাইভেট এজেন্সির সহায়তা নেওয়া হবে। টিকা সঠিক উপায়ে সংরক্ষণের জন্য ও শীতল রাখার জন্য পর্যাপ্ত ড্রাই আইস ও লিথিয়াম ব্যাটারির ব্যবস্থা রাখা হয়েছে৷ আগামী দুই মাসের মধ্যে কমপক্ষে ৪০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন বিতরণের টার্গেট নেওয়া হয়েছে। এর আগে এতো বৃহৎ আকারে কোনো টিকাদান কর্মসূচি পরিচালনা হয়নি যুক্তরাষ্ট্রে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এর অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই টিকাদান কর্মসূচি শুরু হবে। ইতোমধ্যে ফাইজার ও মডার্না অনুমোদনের জন্য আবেদন করেছে৷ এদিকে, ইতোমধ্যে যুক্তরাজ্য ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে৷ যুক্তরাষ্ট্রেও খুব শীঘ্রই টিকাদান কার্যক্রম শুরু হবে৷ এলএবাংলাটাইমস/ওএম