করোনা কর্ণার

টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার

আগামী সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। টিকা বিতরণের দায়িত্বে থাকা ইউএস জেনারেল রোববারের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে টিকা পৌঁছে দিবে। যুক্তরাষ্ট্রের ১৪৫টি স্থানে জরুরি ভিত্তিতে টিকা পৌঁছে যাবে সোমবার। এরপরই শুরু হয়ে যাবে টিকাদান কার্যক্রম। এর আগে শুক্রবার ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার জরুরি অনুমোদন দেয় ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন। টিকা বিতরণের দায়িত্বে থাকা আর্মি জেনারেল গুস্তাভে পেরনা এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ও বুধবারের মধ্যে টিকাটি ৬৩৬টি নির্ধারিত স্থানে পৌঁছে যাবে। টিকাদান কর্মসূচির প্রথমধাপে দুই লাখ ৯০ হাজার মানুষকে টিকার আওতায় আনা হবে। প্রথমধাপে টিকা দেওয়া হবে করোনা মোকাবেলায় কর্মরত স্বাস্থ্য কর্মী ও বয়স্ক নাগরিকদের। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অপারেশন র‍্যাপ স্পিডের আওতায় সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফাইজারের এই টিকাটি পাওয়া যাবে। ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। এ সপ্তাহ থেকে টিকা দেওয়া শুরু হলেও মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী তিন মাস দেশের করোনা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে। সামনের ক্রিসমাস উৎসবে লোকজনের ব্যাপক ভ্রমণ এবং ঘরোয়া পার্টি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে। যুক্তরাজ্য, কানাডা ও মেক্সিকো এর আগেই ফাইজার-বায়োএনটেকের টিকা তাদের দেশের নাগরিকদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে। এএলএবাংলাটাইমস/ওএম