করোনা কর্ণার

টিকা নিলেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাঁর টিকা গ্রহণের দৃশ্য সরাসরি টেলিভিশনে প্রচার করা হয়েছে। ৭৮ বছর বয়সী বাইডেন ডেলওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে টিকা নেন। এ সময় তাঁর স্ত্রী জিল বাইডেনও টিকা গ্রহণ করেন। সোমবার (২১ ডিসেম্বর) ফাইজার ও বায়োএনটেক এর তৈরি টিকার প্রথম ডোজ নেন জো বাইডেন। মূলত টিকা বিষয়ে আমেরিকানদের মধ্যে সচেতনতা ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে প্রকাশ্যে সস্ত্রীক টিকা গ্রহণ করেন তিনি। টিকা গ্রহণের পর বাইডেন বলেন, 'এই টিকা গ্রহণ নিরাপদ, টিকার মান নিয়ে চিন্তার কিছু নেই'। এরপর বাইডেন টুইটারে লিখেন, 'কোভিড-১৯ এর টিকা নিয়েছি আমি। টিকা তৈরিতে যেসব বিজ্ঞানী ও গবেষক অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের ধন্যবাদ।’ ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, হাউজ স্পিকার ন্যান্সি পেলোসিসহ বেশ কিছু রাজনৈতিক নেতা টিকা নিয়েছেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও খুব শীঘ্রই টিকা গ্রহণ করবেন।
এলএবাংলাটাইমস/ওএম