করোনা কর্ণার

লস এঞ্জেলেসে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে ১ জন

লস এঞ্জেলেসে টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ দৈনিক আক্রান্তের রেকর্ড হলো। কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা জানান, 'লস এঞ্জেলেসে প্র‍তি এক মিনিটে দশ জন বাসিন্দা করোনায় মারা যাচ্ছেন'। শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিনে ১৪৮ জন বাসিন্দা করোনায় মারা গেছেন। লস এঞ্জেলেসে এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগের দিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিলো ১৪৫ জন। বিবৃতিতে কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, একদিনে ১৫০ জন বাসিন্দার মৃত্যু খুবই বেদনাদায়ক। তাদের পরিবারের প্রতি সমবেদনা'৷ মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ৯ হাজার ২৯৯ জন বাসিন্দা করোনায় মৃত্যুবরণ করেছে। আসন্ন দিনগুলোতে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ২০২১ সাল আসার আগেই আরো ৮ হাজার ৭০০ জন বাসিন্দা করোনায় মারা যাবে বলে প্রজেকশনে দেখা গেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে৷ নভেম্বরের পর থেকে মৃতের হার বেড়েছে শতকরা ৪৬৭ শতাংশ।
দৈনিক ১২ জন মৃতের হার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ৬ হজার ৪৯৯ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২০ শতাংশ বাসিন্দাকেই জরুরি বিভাগে ভর্তি করতে হয়েছে৷ এর মধ্যে অধিকাংশ হাসপাতালের জরুরি বিভাগের আসন পূর্ণ হয়ে গেছে। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে আরো অনেক স্বাস্থ্যকেন্দ্র খুবই চাপের মুখে পড়বে। বৃহস্পতিবার ১৩ হাজার ৬৭৮ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত লস এঞ্জেলেসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২৯৯ জন। এএলএবাংলাটাইমস/ওএম