করোনা কর্ণার

এবার যুক্তরাষ্ট্রে সনাক্ত হলো করোনার নতুন স্ট্রেইন

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন স্ট্রেইন এবার যুক্তরাষ্ট্রেও সনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কলোরাডোতে করোনা আক্রান্ত এক রোগীর দেহে এই নতুন স্ট্রেইন সনাক্ত হয়েছে। ২০ বছর বয়েসী এক রোগীর দেহে B.1.1.7 এর এই নতুন স্ট্রেইন সনাক্ত হয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কলোরাডোর গভর্নমেন্ট জ্যারেড পোলিস। গভর্নর জ্যারেড পোলিস বলেন, 'আমরা এই নতুন স্ট্রেইন নিয়ে বেশি কিছু জানি না। তবে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানান, এটি আগের থেকে আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কলোরাডোর স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখাটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা নতুন এই স্ট্রেইনকে কড়া নজরে রাখছি'। ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করছেন, করোনার এই নতুন স্ট্রেইনের কারণে লন্ডন ও সাউথেস্ট ইংল্যান্ডে আরো বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নতুন এই স্ট্রেইনের কারণে মানুষ থেকে মানুষে রোগ আরো দ্রুত ছড়ায় তবে এই স্ট্রেইন প্রাণঘাতি কী না, সেটি জানা যায়নি। এর আগে দক্ষিণ আফ্রিকা, দুবাইসহ অন্যান্য আরো দেশে করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে। লস এঞ্জেলেসের বিজ্ঞানীরাও নতুন স্ট্রেইন সনাক্তে কাজ করে যাচ্ছে। মূলত যে সব অঞ্চলে সংক্রমণের হার বেশি, সে সব অঞ্চলেই নতুন এই স্ট্রেইনটি পাওয়া যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রেও নতুন এই স্ট্রেইন এর উপস্থিতি পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এলএবাংলাটাইমস/ওএম