করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণের পরেই করোনা আক্রান্ত নার্স

ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণের পরেই করোনা সনাক্ত হয়েছে এক নার্সের শরীরে। ডিসেম্বরের ১৮ তারিখ এই টিকাটি নিয়েছিলেন ম্যাথিউ ডব্লিউ (৪৫) নামের এই নার্স। ম্যাথিউ ডব্লিউ সান দিয়েগোর একটি হাসপাতালের ইমার্জেন্সি রুমের নার্স হিসেবে কর্মরত রয়েছেন। টিকা বিতরণের প্রথম ধাপেই তিনি ফাইজারের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। প্রথম ধাপে টিকা নেওয়ার পর শুধুমাত্র বাহুতে একটু ব্যথা থাকার কথা জানান তিনি। এর ছয়দিন পর সর্দি, শরীর ব্যথা ও ক্লান্তি অনুভব করেন তিনি৷ এর পর করোনা টেস্ট করানো হলে ওই নার্সের দেহে করোনা সনাক্ত হয়। তবে সান দিয়েগোর সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ক্রিস্টিয়ান রামেরস বলেন, টিকা নেওয়ার পরপরই করোনা সনাক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন, 'টিকা নেওয়ার পরই দেহে করোনা দেখা দিয়েছে, ব্যাপারটি এমন নয়'। ড. ক্রিস্টিয়ান রামেরস বলেন, টিকা নেওয়ার পর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অন্তত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। এছাড়াও টিকার প্রথম ডোজ করোনা থেকে ৫০ শতাংশ সুরক্ষা দিতে পারে। দ্বিতীয় ডোজের টিকা নিলে ৯৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা পাওয়া যাবে। এছাড়া টিকা নেওয়ার আগে থেকেই ওই নার্সের শরীরে করোনার উপসর্গ ও ভাইরাসটি বিদ্যমান ছিলো বলেও ধারণা করেন চিকিৎসকরা। স্বাস্থ্যসেবীরা বলছেন, শুধুমাত্র টিকাই করোনা থেকে বাসিন্দাদের সুরক্ষা দিতে পারবে, এমনটা নয়। বরং করোনা থেকে রক্ষা পেতে অবশ্যই সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। স্বাস্থ্যসেবীরা বলেন, টিকা কার্যক্রম শুরু হলেও এখনই ভাইরাস বিলুপ্ত হয়ে যাবে এমনটা নয়। বরং এটি হচ্ছে শেষের শুরু। তাই সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এলএবাংলাটাইমস/ওএম