করোনা কর্ণার

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ আবারো নতুন মাত্রায় পৌঁছেছে। একদিনে রেকর্ড সংখ্যক ৩ হাজার ৭০০ জন বাসিন্দা করোনার কারণে মারা গেছেন দেশে। একই সাথে একদিনে সর্বোচ্চ সংখ্যক হাসপাতালে ভর্তির রেকর্ডও হলো দেশটিতে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সারা দেশে প্রায় ১ লাখ ২৪ হাজার ৬০০ জন বাসিন্দা করোনার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে টেক্সাস রাজ্যের হাসপাতালগুলোতে। ১১ হাজার ৭০০ জন বাসিন্দা একদিনে ভর্তি হওয়ার পর চাপ সৃষ্টি হয়েছে হাসপাতালগুলোতে। গভর্নর ব্রেইন কেম্প জানান, চাপ সামলাতে ৬০ শয্যাবিশিষ্ট একটি সাময়িক হাসপাতাল স্থাপন করা হবে। লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্যকেন্দ্রগুলোর আসন রোগীতে পূর্ণ হয়ে গেছে৷ মঙ্গলবার ৭ হাজার ২০০ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দুই মাস আগের থেকেও এটি ১ হাজার গুণ বেশি। অধিক রোগীর চাপে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট তৈরি হয়েছে৷ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি থেকে সংক্রমণ আরো অনেক বাড়বে। বড়দিনের ছুটির কারণে জনসমাগম ও ভ্রমণ বেড়ে যাওয়ায় আবারো নতুন করে সংক্রমণের ঢেউ শুরু হবে৷ ট্রান্সপোর্ট সিকিউরিটি এডমিনিস্ট্রেশন জানায়, শুধু সোমবার একদিনে সারাদেশের বিভিন্ন এয়ারপোর্ট দিয়ে ১০ লাখের বেশি বাসিন্দা ভ্রমণ করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্রমণের কারণে আগামী দুই থেকে তিন মাস ভয়াবহ অবস্থা হবে যুক্তরাষ্ট্রে। আগামী কয়েক মাস প্রতিদিন ৩ হাজার বা এর বেশি বাসিন্দা মারা যেতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারির পর থেকে এই অবস্থার উন্নতি হতে পারে। এলএবাংলাটাইমস/ওএম