করোনা কর্ণার

হাসপাতালে করোনার প্রাদুর্ভাব: আক্রান্ত ৪৩ কর্মী

নরদার্ন ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার কাইসার'স সান জোস হাসপাতালে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। মাত্র ছয়দিনে করোনায় আক্রান্ত হয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের ৪৩ জন কর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া ম্যানেজার আইরিন শ্যাভেজ। আইরিন শ্যাভেজ জানান, ডিসেম্বরের ২৭ তারিখ থেকে জানুয়ারির ১ তারিখ পর্যন্ত জরুরি বিভাগের ৪৩ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ওই হাসপাতালের একজন কর্মীর 'পোষাকের' মাধ্যমে করোনার সংক্রমণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ তিনি জানান, বড়দিনে জরুরি বিভাগের একজন কর্মী বাতাসের মাধ্যমে ফুলানো এক বিশেষ পোষাক পড়ে জরুরি বিভাগে আসেন। মূলত করোনা বিপর্যস্ত সময় ও পরিবেশকে চাঙ্গা করতেই তিনি এই পোষাক পড়ে আসেন। সেই পোষাক থেকেই দুর্ঘটনাক্রমে জরুরি বিভাগের কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, ওই কর্মীর এর আগে কোনো ধরণের করোনার উপসর্গ ছিলো না। তবে হাসপাতালটির জরুরি বিভাগের কার্যক্রম এখনো সচল আছে জানিয়েছেন কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম