করোনা কর্ণার

ক্যালিফোর্নিয়ায় মৃত ২৬ হাজার ছাড়ালো

ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার শুরু থেকে রবিবার (৩ জানুয়ারি) পর্যন্ত রাজ্যটিতে ২৬ হাজার ৫০০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ২০ লাখ ৪ হাজার জন। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, জরুরি বিভাগে রাজ্যের ৪ হাজার ৫০০ জন বাসিন্দা ভর্তি রয়েছে। এছাড়া হাসপাতালগুলোতে মোট রোগী ভর্তি আছে ২০ হাজার ৬৯০ জন। ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে লস এঞ্জেলেস কাউন্টি। এখন পর্যন্ত ১০ হাজার ৭৭৩ জন বাসিন্দা করোনার কারণে মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছে ৮ লাখ ১৮ হাজার জন বাসিন্দা। এছাড়া লস এঞ্জেলেস কাউন্টিতে হাসপাতালে ভর্তি আছে আরো ৭ হাজার ৫০০ জন বাসিন্দা। এর মধ্যে জরুরি বিভাগে ২১ শতাংশ রোগী ভর্তি রয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে ম্যানহাটন বিচেও কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। বিচ থেকে সকল চেয়ার ও টেবিল সরিয়ে ফেলা হয়েছে। রেস্টুরেন্টে বসে খেতে নিষেধাজ্ঞা থাকায় সাময়িক সময়ের জন্য এটি নির্মাণ করা হয়েছিলো। এলএবাংলাটাইমস/ওএম