করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত গরিলা!

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গরিলা। সান দিয়েগো জ্যু সাফারি পার্কের বেশ কয়েকটি গরিলার দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র এমনকি বিশ্বের মধ্যে প্রথম কোনো গরিলার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। দুটি গরিলার কাশিজনিত সমস্যা দেখা দেওয়ায় টেস্ট করানোর পর আটটি গরিলার দেহে করোনার অস্তিত্ব মেলে। সান দিয়েগো জ্যু সাফারি পার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর লিসা পিটারসেন গণমাধ্যমে জানান, পার্কে একসাথে বসবাসরত আটটি গরিলার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি গরিলার কাশির মতো উপসর্গ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাফারি পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একজন কর্মীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছিলো। ওই কর্মীর মাধ্যমেই গরিলাগুলো সংক্রমিত হতে পারে। তবে করোনায় আক্রান্ত ওই কর্মীর শরীরে কোনো উপসর্গ ছিলো না। আর গরিলাদের রক্ষণাবেক্ষণের সময় তিনি সর্বদা মাস্ক পড়ে থাকতেন বলেও জানায় কর্তৃপক্ষ। সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পশু চিকিৎসকরা গভীরভাবে গরিলাগুলোকে পর্যবেক্ষণে রেখেছেন। আপাতত গরিলাগুলো স্বাভাবিকভাবেই পার্কে বাস করছে। তাদেরকে প্রাথমিকভাবে ফ্লুইড, খাবার ও ভিটামিন দেওয়া হচ্ছে। কাশি ছাড়া গরিলাগুলোর আর কোনো ধরণের উপসর্গ নেই। এর আগে আরো বেশকিছু প্রাণীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তবে গরিলার ক্ষেত্রে এটিই প্রথম। মানুষের সাথে গরিলার ৯৮ দশমিক ৪ শতাংশ ডিএনএর মিল রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম