করোনা কর্ণার

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রতি ৩ জনে আক্রান্ত ১: গবেষণা

মহামারি করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির প্রতি ৩ জন বাসিন্দার মধ্যে ১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টি হেলথ সার্ভিসেসের গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। গবেষণা অনুসারে, লস এঞ্জেলেস কাউন্টির ১০ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৩ মিলিয়ন বাসিন্দা করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার বাসিন্দা। এখন পর্যন্ত করোনা টেস্টের মাধ্যমে আক্রান্তের যে ফল এসেছে, গবেষণার ফলে আক্রান্তের সংখ্যা আরো ৩ গুণ বেশি। । কর্তৃপক্ষ বলছেন, অনেক বাসিন্দা কোনো রকম উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকেই টেস্টের আওতায় আসেননি। মূলত টেস্টের ফল থেকে সত্যিকারে আক্রান্তের সংখ্যা ৩ গুণ বেশি। লস এঞ্জেলেস কর্তৃপক্ষের তথ্য মতে, মহামারির শুরু থেকে বুধবার (১৩ জানুয়ারি) পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ৯ লাখ ৫৮ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্টের তথ্য অনুসারে, গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১৫ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই মোট আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছেন ১২ হাজার ৬৭৪ জন বাসিন্দা। দৈনিক মৃতের গড় দাঁড়িয়েছে ২৩০ জনে। বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৭ হাজার ৯২৬ জন বাসিন্দা। এদের মধ্যে ২২ শতাংশ রোগীই জরুরি বিভাগে রয়েছেন। তবে স্বস্তির বিষয় হচ্ছে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর স্টেট সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি জানিয়েছেন, গত সপ্তাহে রাজ্যের হাসপাতালগুলোতে প্রতিদিন ৩ হাজার ৫০০ জন করোনা রোগী ভর্তি হতো। এই সপ্তাহে করোনায় রোগী ভর্তির সংখ্যা ২ হাজার ৫০০ জনে নেমেছে। এলএবাংলাটাইমস/ওএম