করোনা কর্ণার

পাসাডিনায় বয়স্কদের টিকা দেওয়া শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ার পাসাডিনায় ৭৫ ও তার বেশি বয়েসী বাসিন্দাদের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে শীঘ্রই। মডার্নার টিকা বিতরণ করা হবে এইসব বয়স্কদের মধ্যে। দ্য পাসাডিনা পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানায়, চলতি সপ্তাহের মঙ্গলবার (১৯ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পালোমা স্ট্রিটের ভিক্টরি পার্ক রিক্রিয়েশন সেন্টারে টিকাদান কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে টিকাদান কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এর জন্য আগে থেকে এপয়েনমেন্ট নিতে হবে। সেই সাথে বয়স ও নাগরিকত্ব নিশ্চিত করতে হবে৷ টিকা পেতে করণীয় কী? https://www.calvax.org/client/registration?clinic_id=7433 এই লিংকে প্রবেশ করে মঙ্গলবার (১৯ জানুয়ারি) টিকা নেওয়ার এপয়েনমেন্ট নেওয়া যাবে। https://www.calvax.org/client/registration?clinic_id=7434 এই লিংকে বৃহস্পতিবার টিকা নেওয়ার এপয়েনমেন্ট নেওয়া সম্ভব হবে। পাসাডিনা কর্তৃপক্ষ জানায়, আরো টিকার ডোজ বরাদ্দ পাওয়ার পর ৬৫ ও তার বেশি বয়েসীদের টিকার আওতায় আনা হবে। এলএবাংলাটাইমস/ওএম