করোনা কর্ণার

মডার্নার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া: ক্যালিফোর্নিয়ায় টিকাদান বন্ধ

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা সাময়িক সময়ের জন্য মডার্নার তৈরি করোনার টিকা প্রয়োগ বন্ধের প্রস্তাব জানিয়েছে৷ সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি ক্লিনিকে টিকা গ্রহণের পর অনেকের এলার্জিজনিত সমস্যা দেখা দেওয়ায় এই প্রস্তাব রাখা হয়েছে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার ২৮৭টি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা বিতরণ করা হয়েছে৷ কিন্তু স্বাস্থ্যকর্মীদের টিকা বিতরণ বন্ধের প্রস্তাবের পর টিকাদান কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে দাবি করা হয়েছে, মডার্নার টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১০ জনের এলার্জিজনিত সমস্যা দেখা দিয়েছে। এর আগে এফডিএ জানায়, মডার্নার টিকা গ্রহণের ফলে প্রতি এক লাখে মাত্র একজনের এলার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ১০ জনের এলার্জিজনিত সমস্যা হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার কোন ক্লিনিক এই দাবি জানিয়েছে, সেই সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সাময়িক সময়ের জন্য টিকা প্রয়োগ বন্ধ করে রাখে কর্তৃপক্ষ। এদিকে ভ্যাকসিন সরবরাহকারীরা বলছেন, হয়তো একটি নির্দিষ্ট চালানে সমস্যা থাকতে পারে। সেটি বন্ধ রেখে বাকি ক্লিনিকগুলোতে ও টিকাকেন্দ্রে টিকা দিলে কোনো অসুবিধা হবে না। এলএবাংলাটাইমস/ওএম