করোনা কর্ণার

টিকা বিতরণে সেনা মোতায়েন করছে পেন্টাগন

করোনার ভ্যাকসিন বিতরণে সাহায্য করতে এবং টিকাদান কার্যক্রমের গতি ফিরিয়ে আনতে সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসন শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণায় জানান, ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন টিকাদান কার্যক্রম চালানোর জন্য ১১০০ সৈনিক মোতায়েনের অনুমোদন দিয়েছে। আগামী দশদিনের মধ্যে ক্যালিফোর্নিয়ায় সৈনিকরা পৌঁছাবে ও তাদের কার্যক্রম শুরু করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু হবে। বাইডেনের ১০০ দিনে ১০০টি টিকাদান কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এসব সৈনিকেরা কাজ করবে। প্রতিদিন হাজার হাজার বাসিন্দাকে টিকার আওতায় আনতে কাজ করবে এরা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭০ লাখ বাসিন্দা টিকার দুইটি ডোজ গ্রহণ করেছেন। যা দেশের মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হার্ড ইমিউনিটি পেতে হলে অন্তত ৭৫ থেকে ৮০ শতাংশ বাসিন্দাকে টিকা দিতে হবে। এলএবাংলাটাইমস/ওএম