করোনা কর্ণার

স্কুল ক্যাম্পাস খুলতে সিডিসির পাঁচ নির্দেশনা

করোনায় বন্ধ থাকা কে-টুয়েলভ স্কুলগুলো খুলে দিতে নতুন নির্দেশনা প্রণয়ন করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)। ২০২০-২১ শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগে শিশুদেরকে স্কুল ক্যাম্পাসে ফিরিয়ে আনতে নির্দেশনাটি প্রণয়ন করা হয়েছে। সিডিসি পরিচালক ড. রোচেলে ওয়ালেনস্কি জানান, ক্লাস ও স্কুল ক্যাম্পাস চালু করতে এবং শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের করোনা থেকে সুরক্ষিত রাখতে পাঁচটি মূল পরিকল্পনা প্রণয়ন হয়েছে। এগুলো প্রত্যেকটি আরেকটির সাথে সংযুক্ত। তিনি জানান, এই পরিকল্পনাগুলো হলো- অবশ্যই স্কুল ক্যাম্পাসে মাস্ক ব্যবহার করতে হবে, প্রত্যেককে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে, একটু পরপর হাত ধুতে হবে, স্কুল ক্যাম্পাস ও সরঞ্জাম পরিষ্কার রাখা ও কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশন ও কোয়ারেন্টাইন। ড. রোচেলে ওয়ালেনস্কি বলেন, 'প্রত্যেক ধাপ পালন করা জরুরি তবে আমরা প্রথম দুইটি ধাপের উপর গুরুত্ব আরোপ করছি। শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফ- সবাইকে অবশ্যই মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে'। তবে এই নির্দেশনাগুলো স্কুল খোলার আদেশপত্র নয় বলে জানিয়েছেন সিডিসির পরিচালক। তিনি বলেন, 'এই নির্দেশনাগুলো শুধুমাত্র স্কুল খোলার  সহায়ক রোডম্যাপ'। তবে সিডিসির নির্দেশনা মেনে শীঘ্র ক্যালিফোর্নিয়ার স্কুলগুলো খুলবে কী না- সেটি এখনো নিশ্চিত নয়। সিডিসির নির্দেশনা অনুযায়ী, প্রতি লাখে আক্রান্তের সংখ্যা নয়জনে নেমে এলেই স্কুলগুলো সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। তবে লস এঞ্জেলেসের শিক্ষক, নার্স, লাইব্রেরিয়ান ও কাউন্সিলরদের মুখপাত্র সংগঠন ইউনাইটেড টিচার্স লস এঞ্জেলেস জানিয়েছে, সকল শিক্ষকদের টিকা দেওয়া শেষ না হলে শিক্ষকেরা স্কুল ক্যাম্পাসে ফিরে যাবে না'। যদিও সিডিসি আগে জানিয়েছিলো, স্কুল ক্যাম্পাস খুলে দিতে শিক্ষকদের টিকা দেওয়া জরুরি, তবে এখন সুর পাল্টেছে সিডিসি। ক্যালিফোর্নিয়ার গভর্নর দাবি করেন, সিডিসি প্রণীত নির্দেশনা আর ক্যালিফোর্নিয়ার নির্দেশনা একই। এলএবাংলাটাইমস/ওএম