করোনা কর্ণার

টিকা সংকটে বন্ধ ডিজনিল্যান্ড টিকাকেন্দ্র

করোনার টিকা সংকটে সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে অরেঞ্জ কাউন্টির বৃহৎ টিকাদান কেন্দ্র। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কাউন্টি কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে চলমান শৈত্য বিপর্যয়ের কারণে টিকা পরিবহণ ও বিতরণ কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। তাই টিকা সংকট সৃষ্টি হয়েছে। অন্তত সোমবার পর্যন্ত অরেঞ্জ কাউন্টির বৃহত্তর এই টিকাদান কেন্দ্রটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ডিজনিল্যান্ড কেন্দ্রে মডার্না টিকার ডোজের সংকট তৈরি হয়েছে। মূলত এই কেন্দ্রটিতে মডার্না টিকার ডোজ দেওয়া হয়ে থাকে। মঙ্গলবার টিকার ডোজের চালান আসার কথা থাকলেও সেটি পৌঁছেনি খারাপ আবহাওয়ার কারণে। ডিজনিল্যান্ড টিকাকেন্দ্রের পাশাপাশি আনাহেইম টিকাকেন্দ্রও বন্ধ রয়েছে। বুধবার এই টিকাকেন্দ্র শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রটি খুলতে কিছুটা দেরি হতে পারে। এর কারণ এ কেন্দ্রটিতেও মডার্নার টিকা ব্যবহার করা হয়। এদিকে, ফাইজারের টিকার উপর নির্ভর সান্তা আনা কলেজ ও সোকা ইউনিভার্সিটি টিকাকেন্দ্র বন্ধ রাখা হয়েছিলো। এলএবাংলাটাইমস/ওএম