করোনা কর্ণার

মাস্ক পড়তে হবে ২০২২ পর্যন্ত: ফাউসি

খুবই শীঘ্রই যুক্তরাষ্ট্রের বাসিন্দারা মুখ থেকে মাস্ক খুলে ফেলতে পারছেন না। দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেছেন, ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মাস্ক পড়তে হতে পারে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান ড. এন্থনী ফাউসি। তবে ফাউসি বলেন, যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা যায়, তাহলে সংক্রমণের গতি অনেক ধীর হয়ে যাবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৯৭ হাজার ৫০০ জন বাসিন্দা করোনার কারণে মারা গেছে। চলতি বছরে জুন মাসের ১ তারিখ পর্যন্ত অন্তত আরো ৯৭ হাজার বাসিন্দা মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রজুড়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) নতুন করে ৬৯ হাজার ৭৪০ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে আরো ১ হাজার ৮৩১ জন। এলএবাংলাটাইমস/ওএম