করোনা কর্ণার

জনসন এন্ড জনসন এর টিকা অনুমোদন পেতে পারে যুক্তরাষ্ট্রে

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে জনসন এন্ড জনসন এর তৈরি করোনা টিকা। ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক ডকুমেন্ট প্রকাশ করে জানায়, অনুমোদন পাওয়ার জন্য যে কার্যকারিতা প্রয়োজন, সেটি পূরণ করেছে জনসন এন্ড জনসন। যদি জনসন এন্ড জনসনের টিকা অনুমোদন পায়, তবে যুক্তরাষ্ট্রের তৈরি তৃতীয় টিকা হতে যাচ্ছে এটি। এছাড়া জনসন এন্ড জনসন এর তৈরি টিকা শুধু একটি ডোজ নিলেই হবে। অপরদিকে, ফাইজার ও বায়োএনটেক এবং মডার্নার টিকা দুইটি ডোজ নিতে হয়। এফডিএ জানায়, সকল ভৌগলিক অঞ্চলের জন্য জনসন এন্ড জনসন এর টিকার একটি ডোজ প্রথম ১৪ দিনে ৬৬ দশমিক ৯ শতাংশ কার্যকরী ও পরের ২৮ দিনে ৬৬ দশমিক ১ শতাংশ কার্যকরী। এফডিএ আরো জানায়, এখন পর্যন্ত কোনো বয়স বা গোষ্ঠীর উপর পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটি মারাত্মক এবং মাঝারি করোনা সংক্রমণের প্রকোপ এড়াতে কার্যকরী হবে। এফডিএ আরো জানায়, তারা জনসন এন্ড জনসন এর টিকার তথ্য বিশ্লেষণ করে দেখেছেন এবং তারা মনে করছেন করোনার বিরুদ্ধে জনসন এন্ড জনসন এর টিকা কার্যকরী হবে। এফডিএর প্রকাশিত ডকুমেন্ট এফডিএর স্বতন্ত্র দল, ভ্যাকসিন ও বায়োলজিক্যাল প্রোডাক্ট এডভাইজরি কমিটি পর্যালোচনা করে দেখবে। এরপর জনসন এন্ড জনসন এর টিকা অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এলএবাংলাটাইমস/ওএম