করোনা কর্ণার

মাস্ক ছাড়াই একত্রিত হতে পারবে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীরা: সিডিসি

সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং মাস্ক ব্যবহার ছাড়াই ঘরের ভেতর একত্রিত হতে পারবেন টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। একই সাথে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীরা কোনো নির্দিষ্ট পরিবারের সাথে ছোট আকারে জমায়েতও করতে পারবেন। সোমবার (৮ মার্চ) ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এই নীতিমালা প্রকাশ করেছে। সিডিসি জানিয়েছে, ফাইজার–বায়োএনটেক ও মর্ডানার টিকার ক্ষেত্রে দুই ডোজ গ্রহণের পর এবং জনসনের টিকার এক ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর মাস্ক না পরলেও চলবে। সিডিসির গাইডলাইনে বলা হয়েছে, টিকা গ্রহণকারী প্রবীণদের সঙ্গেও দেখা করতে পারবেন টিকা নেওয়া স্বজনেরা। যারা টিকা নিয়েছেন তারা পারস্পরিক দূরত্ব না মেনেই এক জায়গায় জড়ো হতে পারবেন। সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, ' যারা দুই ডোজ টিকা নিয়েছেন, তারা টিকা নেননি এমন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ঝুঁকি কম এমন ব্যক্তিদের সঙ্গে তাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করতে পারবেন'। এলএবাংলাটাইমস/ওএম