করোনা কর্ণার

মডার্নার টিকা করোনার বিরুদ্ধে ছয় মাস কার্যকর: গবেষণা

মডার্নার তৈরি টিকার দুই ডোজ করোনার বিরুদ্ধে কমপক্ষে ছয় মাস কার্যকরী বলে নতুন একটি গবেষণায় দেখা গেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এই গবেষণাটি প্রকাশ পেয়েছে। এর আগে ফাইজার ও বায়োএনটেক জানায়, তাদের তৈরি টিকার দুই ডোজও করোনার বিরুদ্ধে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে। টিকার কার্যকারীতা জানতে পরীক্ষামূলক ব্যবহারের সময় যাদেরকে টিকাগুলো প্রয়োগ করা হয়, তাদের পুনরায় ফলোআপ করার মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এই পরীক্ষাগুলো করোনার নতুন ভ্যারিয়েন্ট ও স্ট্রেইনগুলো ছড়ানোর আগে করা হয়, তাই সাম্প্রতিক সময়ের পরিস্থিতি বিবেচনায় টিকার কার্যকারীতার হার কেমন হবে, সেটি এখনো জানা যায়নি। এদিকে সম্প্রতি জার্নালগুলোতে ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিদগ্নকর তথ্য প্রকাশ পাচ্ছে। চীনের গবেষণায় দেখা গেছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট বিশেষ করে সাউথ আফ্রিকান স্ট্রেইনের বিরুদ্ধে তাদের তৈরি টিকা কম কার্যকরী। গবেষণায় চীনের তৈরি সিনোফার্ম ও সিনোভ্যাক এর তৈরি টিকা নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে পরীক্ষা করে দেখা হয়েছে। ফলাফলে দেখা যায় সাউথ আফ্রিকার স্ট্রেইনের বিরুদ্ধে তাদের তৈরি টিকা কম কার্যকর। তবে যুক্তরাষ্ট্রের তৈরি টিকাগুলো কেন্ট স্টেইনসহ অন্যান্য স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী বলে গবেষণায় উঠে এসেছে৷ তবে ফাইজার ও মডার্না জানিয়েছে, নতুন স্ট্রেইনগুলোর বিরুদ্ধে সক্ষমতা অর্জনে তারা আপডেট ও বুস্টার শট তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে৷ এলএবাংলাটাইমস/ওএম