করোনা কর্ণার

জে এন্ড জে'র টিকা প্রয়োগ পুনরায় চালু হচ্ছে শীঘ্র

যুক্তরাষ্ট্রের জনসন এন্ড জনসনের তৈরি করোনার টিকা প্রয়োগ আবারো শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেন, আগামী শুক্রবারে জনসন এন্ড জনসনের টিকা প্রয়োগের সিদ্ধান্ত আসতে পারে। । এর আগে টিকা গ্রহণের পর বেশ কয়েকজনের দেহে রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এরই প্রেক্ষিতে সাময়িকভাবে জে এন্ড জে'র টিকা প্রয়োগ বন্ধ রেখেছিলো ইউএস, দক্ষিণ আফ্রিকা ও ইইউ। ড. এন্থনী ফাউসি বলেন, 'আগামী শুক্রবার ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) বিশেষজ্ঞ দল জে এন্ড জে'র টিকা বিষয়ে আলোচনায় বলবে। এরপর টিকা প্রয়োগ কবে থেকে করা হবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে'। তিনি বলেন, 'আমার মনে হচ্ছে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নয়। রক্ত জমাট বাঁধার ঘটনা খুবই বিরল। শুক্রবারের পর টিকার স্থগিতাদেশ থাকবে বলে মনে হয় না'। প্রেসিডেন্ট বাইডেনের চীফ মেডিকেল এডভাইজর ড. এন্থনী ফাউসি আরো বলেন, বয়স, লিঙ্গ কিংবা শারীরিক অবস্থা বিবেচনা করে সতর্কতা উল্লেখ করে টিকা প্রয়োগ করা হবে। সিডিসি ও ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এর আগে জানায়, রক্তজমাট বাঁধার ঘটনাটি টিকার সাথে সম্পৃক্ত কী না, বিষয়টি খতিয়ে দেখা হবে৷ এর প্রেক্ষিতেই টিকা প্রয়োগ স্থগিত রাখা হয়। এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ জে এন্ড জে'র টিকা দেশ জুড়ে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬ জন নারীর দেহে রক্ত জমাট বাঁধার মতো লক্ষণ দেখা দিয়েছে৷ এদের বয়স ১৮ থেকে ৪৮ এর মধ্যে। এর আগে এফডিএ ও সিডিসি জানায়, জে এন্ড জে এর টিকা প্রয়োগ স্থগিত একটি সাময়িক প্রক্রিয়া৷ এটি দীর্ঘদিন যাবত স্থগিত রাখা হবে না৷ এলএবাংলাটাইমস/ওএম