করোনা কর্ণার

টিকাদান কার্যক্রম নিয়ে বাইডেনের নতুন লক্ষ্যমাত্রা

যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক বাসিন্দা ও শিশুদের জন্য টিকা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসের ৪ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক বাসিন্দাকে টিকার আওতায় আনা হবে। সেই সাথে যতো দ্রুত সম্ভব ১২ থেকে ১৫ বছর বয়েসীদের টিকাদান কার্যক্রম শুরু করা হবে। এছাড় স্বাধীনতা দিবসের আগেই ১৭০ মিলিয়ন মার্কিনীকে পূর্ণ টিকার ডোজ প্রয়োগ করা হবে বলে নতুন লক্ষ্যমাত্রা স্থির করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ১০৫ মিলিয়ন বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন এবং প্রতিদিন অন্তত এক মিলিয়ন পূর্ণবয়স্ক বাসিন্দা টিকা গ্রহণ করছেন। তবে সাম্প্রতিক সময়ে টিকাদান কার্যক্রম অনেক শিথিল হয়ে গেছে৷ এই বিষয়ে জো বাইডেন বলেন, 'টিকা গ্রহণ বিষয়ে যাদের সংশয় ছিলো, তাদেরকে টিকা নিতে উৎসাহিত করতে এই কয়দিন প্রশাসন কাজ করেছে'। সোমবার (৪ মে) হোয়াইট হাউজের এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'দুই মাসের মধ্যে জাতিগতভাবে আমরা স্বাধীনতা দিবস পালন করবো এবং এই ভাইরাস থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করবো। আমরা এটা করতে পারবো এবং করবো'। এছাড়া টিকাগ্রহণের জন্য বাসিন্দাদের সুবিধার্থে নতুন ওয়েবসাইট চালু করেছে বাইডেন প্রশাসন। vaccines.gov ওয়েবসাইট থেকে বাসিন্দারা টিকা কেন্দ্র কোথায় আছে- তা সহজেই খুঁজে নিতে পারবে। এদিকে, শিশুদের জন্যও টিকা কার্যক্রম শুরু করতে জোর দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন অনুমোদন দলেই শিশুদের টিকা প্রয়োগ শুরু হয়ে যাবে। ১২ থেকে ১৫ বছর বয়েসী টিনএজ শিশুদের জন্য তৈরি ফাইজারের করোনা টিকা শীঘ্রই অনুমোদন পেতে পারে। ইতোমধ্যে ফাইজার ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদনের জন্য আবেদন করেছে। সরকারি এক কর্মকর্তার বরাতে জানা যায়, আগামী সপ্তাহে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে  (এফডিএ) ১২ থেকে ১৫ বছর বয়েসী টিনএইজ ও শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফাইজার ইতোমধ্যে এফডিএর কাছে শিশুদের টিকা জরুরি ভিত্তিতে অনুমোদনের আবেদন জানিয়েছে। সরকারি ওই কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, এফডিএ অনুমোদনের প্রক্রিয়া শুরু করবে ও এটি সোজাসাপ্টাভাবে পর্যবেক্ষন করা হবে। এফডিএ ইতোমধ্যে ফাইজারের উপস্থাপন করা তথ্য পর্যবেক্ষণ করে দেখছে। মার্চ মাসের শেষে চালানো কার্যকারিতা পরীক্ষায় দেখা গেছে, ১২ থেকে ১৫ বছর বয়েসীদের জন্য এই টিকা করোনার বিরুদ্ধে শতভাগ কার্যকরী। বর্তমানে ১৬ বছর বয়েসীদের এই টিকা প্রয়োগ করা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম