করোনা কর্ণার

বিনোদন পার্কে মাস্ক ব্যবহার নির্দেশমালায় পরিবর্তন

ডিজনি ওয়ার্ল্ডসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য পার্কগুলোয় মাস্ক ব্যবহার নির্দেশমালা পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাস্ক ব্যবহার বিষয়ে নীতমালায় পরিবর্তন আনার প্রেক্ষিতে পার্কগুলোর মাস্ক ব্যবহার নীতিমালা পরিবর্তন করা হয়। নতুন নির্দেশমালা অনুসারে, খোলা জায়গা এবং পুল ডেস্কে মাস্ক ব্যবহার 'ঐচ্ছিক' করা হয়েছে৷ ফ্লোরিডা ওয়াল্ট ডিজনি পার্কে ১৫ মে থেকে এই নীতিমালা কার্যকর হবে। তবে বদ্ধ জায়গা এবং বিভিন্ন রাইডে চড়ার ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে। ইউনিভার্সাল অরল্যান্ডোও মাস্ক ব্যবহার শিথিল করেছে৷ শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানায়, বদ্ধ জায়গাগুলোতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকবে। যেমন রেস্টুরেন্ট, দোকান ও ইনডোর হোটেল এলাকাগুলোতে মাস্ক ব্যবহার জারি রাখতে হবে। এদিকে, সিওয়ার্ল্ড অরল্যান্ডো শনিবার জানিয়েছে, সিওয়ার্ল্ড অরল্যান্ডো, সিওয়ার্ল্ড সান এন্টোনিও, বুশ গার্ডেনস টাম্পা বে, ডিসকভারি কোভ, একুয়াটিকা অরল্যান্ডো, একুয়াটিকা সান এন্টনিও ও ওয়াটার কান্ট্রি ইউএসতে আগত যেসব অতিথি টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন, তারা মাস্ক ছাড়াই প্রবেশ ও রাউডে চড়তে পারবে। তবে সকল কর্মীকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে বলে জানায় সিওয়ার্ল্ড মুখপাত্র। এর আগে বৃহস্পতিবার সিডিসি নতুন নির্দেশনা জারি করেছে। যারা করোনার টিকার দুই ডোজই নিয়েছে, তারা বাড়ির বাইরে মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবে। এছাড়া অধিকাংশ বদ্ধ স্থানেও (আউটডোর স্পেস) তারা মাস্ক ছাড়া থাকতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৩ মে) সিডিসি বলেছে, জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করছে। এই গাইডলাইন আরও মানুষকে টিকা নিতে উৎসাহিত করবে। এ ছাড়া যারা টিকার দুই ডোজই নিয়েছে, তাদের অধিকাংশ স্থানে সামাজিক দূরত্ব না মানলেও চলবে বলে জানিয়েছে সংস্থাটি। এলএবাংলাটাইমস/ওএম