করোনা কর্ণার

টিকায় শিশুদের হৃদপিন্ডজনিত সমস্যা, পর্যবেক্ষণে সিডিসি

করোনার টিকা গ্রহণের পর অল্প কিছু শিশুর হৃদপিন্ডজনিত সমস্যা দেখা দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সিডিসির ভ্যাকসিন সেফটি গ্রুপ শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কয়েক ডজন শিশু ও কিশোরের রিপোর্ট হাতে এসেছে। সেখানে দেখা গেছে, টিকা গ্রহণের পর কয়েকটি শিশুর হৃদপিন্ডে মায়োকারডিটিস শনাক্ত হয়েছে। সিডিসির তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে টিকা গ্রহণের ফলেই হৃদপিন্ডে সমস্যা হয়েছে কী না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, 'টিকা গ্রহণের পর কিছু শিশুর শরীরে মায়োকারডিটিস শনাক্ত হয়েছে। এটি শুধু কাকতালীয় হতেও পারে। কারণ এখন অনেকেই টিকা নিচ্ছে'।
এলএবাংলাটাইমস/ওএম