করোনা কর্ণার

শিশু-কিশোরদের জন্য অনুমোদন পেতে পারে মডার্নার টিকা

ফাইজারের টিকার পর এবার যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৭ বছর বয়েসী শিশু-কিশোরদের জন্য অনুমোদন পেতে পারে মডার্নার টিকা। মঙ্গলবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মডার্না জানায়, টিনএজ বয়েসীদের জন্য তাদের তৈরি করোনার টিকা অনেক কার্যকরী। এছাড়া টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। জুন মাসের প্রথম সপ্তাহে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে অনুমোদনের আবেদন করবে মডার্না কর্তৃপক্ষ। বর্তমানে ১৮ বছর এবং এর বেশি বয়েসীদের জন্য মডার্নার টিকা প্রয়োগের অনুমোদন আছে যুক্তরাষ্ট্রে। টিনএজ বয়েসীদের জন্য শুধুমাত্র ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন আছে৷ ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, টিনএজ বয়েসীদের জন্য মডার্নার টিকা শতভাগ কার্যকরী৷ এছাড়া এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায়নি। এফডিএর অনুমোদনের পর ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) অনুমোদনের জন্য আবেদন করবে মডার্না। জুন মাস থেকেই শিশু-কিশোরদেরকে মডার্নার টিকা প্রয়োগ করা শুরু হতে পারে। এলএবাংলাটাইমস/ওএম