করোনা কর্ণার

হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাসে ৫০ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৬৫০

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ভারতের হরিয়ানা রাজ্যে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৬৫০ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এক সংবাদ সম্মেলনে মনোহর লাল বলেন, এখন পর্যন্ত হরিয়ানায় ৭৫০ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে ৫৮ জন এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এবং ৫০ জন মারা গেছেন। অপরদিকে চিকিৎসা নিচ্ছেন ৬৫০ জন।

মুখ্যমন্ত্রী জানান, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বেশ কিছু সরকারি হাসপাতালে এরই মধ্যে এসব ইনজেকশন ব্যবহার করা হচ্ছে।

মনোহর লাল বলেন, ‘আমরা এখন পর্যন্ত ছয় হাজার ইনজেকশনের শিশি হাতে পেয়েছি। আগামী দুইদিনে আমরা আরও দুই হাজার ইনজেকশন পাব। এ ছাড়া আরও পাঁচ হাজার ইনজেকশনের অর্ডার দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাস বা ‘মিউকোরমাইকোসিস’ রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৭৫ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

কোনো বিলম্ব না করে রোগীদের জন্য ওষুধ সহজলভ্য রাখতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ইনজেকশন ও অন্যান্য ওষুধের ক্ষেত্রেও যেন সংকট তৈরি না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে এ নিয়ে দুজন নারীর মৃত্যুর ঘটনা ঘটল। এ পর্যন্ত রাজ্যটিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৩ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]