করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে টিকার পূর্ণ অনুমোদনের আবেদন মডার্নার

যুক্তরাষ্ট্রে করোনা টিকার পূর্ণ অনুমোদনের জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করেছে মডার্না। দ্বিতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে এই 'বায়োলজিকস লাইসেন্সের' জন্য আবেদন করলো মডার্না। এই অনুমোদন পেলে সরাসরি ভোক্তার কাছে টিকা বিক্রি করতে পারবে মডার্না। বর্তমানে মডার্নার টিকা শুধু জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন রয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে এই টিকার অনুমোদন দেয় এফডিএ। টিকার পূর্ণ অনুমোদন পেতে কমপক্ষে ছয় মাসের ব্যবহারিক তথ্যের প্রয়োজন হয়। বর্তমানে প্রায় ১০০ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে৷ ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য জানিয়েছে। মডার্নার নির্বাহী প্রধান স্টিফেন ব্যাংকেল বলেন, 'আমরা আনন্দের সহিত জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্রে মডার্নার তৈরি করোনার টিকার পূর্ণ অনুমোদনের জন্য আমরা আবেদন জানিয়েছি'। 'এই বিষয়ে এফডিএ'কে আমরা পূর্ণ তথ্য দিবো ও ধাপ-৩ এর তথ্য উপস্থাপন করবো'- যোগ করেন তিনি। এলএবাংলাটাইমস/ওএম