করোনা কর্ণার

টিকা নিয়ে ভুল তথ্য: খ্যাতনামা মার্কিনী লেখিকার টুইটার অ্যাকাউন্ট স্থগিত

করোনার টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য খ্যাতনামা মার্কিন লেখিকা নাওমি ওলফের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করেছে কর্তৃপক্ষ। নাওমি ওলফ যুক্তরাষ্ট্রের প্রথম সারির নারীবাদী লেখিকা। তিনি থার্ড-ওয়েভ ফেমিনিস্ট বই দ্য বিউটি মিথের জন্য সমধিক পরিচিত। তাঁর অ্যাকাউন্ট থেকে টিকা নিয়ে বেশকিছু ভুয়া ও 'অগবেষণালব্ধ' তথ্য প্রকাশ করা হয়। এক পোস্টে বলা হয়, 'টিকা একটি সফটওয়্যার যেটি আপলোড করার প্রয়োজন হয়'। নাওমি ওলফের অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ১ লাখ ৪০ হাজার জন৷ তিনি তাঁর পোস্টে ড. এন্থনি ফাউসিকে 'শয়তান' বলে অবিহিত করেন। টুইটার কর্তৃপক্ষ নাওমির অ্যাকাউন্ট স্থগিত করায় টিকা বিশেষজ্ঞরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এলএবাংলাটাইমস/ওএম