করোনা কর্ণার

তাইওয়ানকে বরাদ্দের তিনগুণ টিকা দেবে যুক্তরাষ্ট্র

চীনের রাজনৈতিক ও সামরিক আগ্রাসনের শিকার তাইওয়ানকে পূর্ব বরাদ্দ থেকে আরো তিনগুণ বেশি টিকা সাহায্য প্রদানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের একজন বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওয়াশিংটন তাইওয়ানের জন্য আড়াই মিলিয়ন ডোজ টিকা পাঠাবে। 'ভ্যাকসিন ডিপ্লোমেসি'তে প্রভাব বিস্তার করতে মূলত বেইজিং এর সাথে পাল্লা দিচ্ছে ওয়াশিংটন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র জানায়, তাইওয়ান ৭ লাখ ৫০ হাজার টিকা পাবে। তবে সম্প্র‍তি প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ৮০ মিলিয়ন ডোজ টিকা বিতরণ করা হবে। এর প্রেক্ষিতে তাইওয়ানকে বরাদ্দ থেকে আরো তিনগুণ বেশি টিকা পাচ্ছে। চীন তাইওয়ানকে নিজেদের আভ্যন্তরীণ ভূমি হিসেবে দাবি করে আসছে ও চীনের তৈরি টিকা বিতরণের প্রস্তাব করেছে। তবে তাইপেই বরাবরই চীনের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বাইডেন প্রশাসনের বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কার্গো বিমানে করে মডার্নার তৈরি টিকার ডোজ শনিবার টেনেসে থেকে বিমানযোগে তাইপেই এ পাঠানো হবে। সেটি তাইপেইতে রবিবার সন্ধ্যায় পৌঁছাবে৷ ওই কর্মকর্তা বলেন, 'আমরা কোনো রাজনৈতিক বা সামরিক কারণে তাইওয়ানকে টিকা প্রদান করছি না, আমরা শুধু জীবন বাঁচাতে চাইছি'। তিনি বলেন, 'এর পিছনে আমাদের কোনো স্বার্থ নেই। তাইওয়ান বিশ্ব বাজারে টিকা সংগ্রহে বেশ পিছিয়ে পড়েছিল'। এর আগে জার্মানির কাছ থেকে বায়োএনটেকের টিকা কিনতে চায় তাইওয়ান। চীনের আগ্রাসনের মুখে পরে টিকা কেনা থেকে সরে আসে তাইওয়ান। এলএবাংলাটাইমস/ওএম